Bhalobashi Tomay Tai Janai Gaane Lyrics Mohiner Ghoraguli

Bhalobashi Tomay Tai Janai Gaane Lyrics (ভালোবাসি তোমায় তাই জানাই গানে) Mohiner Ghoraguli
Bhalobashi Tomay Tai Janai Gaane Lyrics Song Mohiner GhoraguliSong: Tai Janai Gaane
Band Name: Mohiner Ghoraguli
Album: Khyapar Gaan
Lyrics & Music by: Arunendu Das

Cover Credits :
Singer: Saif Zohan
Music Recreated by: R Joy
Artwork: Rifat Imran Sany

Bhalobashi Tomay Tai Janai Gaane Lyrics :

জানাতে যতো যাই কথায়
হারায় ততোই মানে,
ভালোবাসি তোমায় তাই জানাই গানে।

জানাতে যতো যাই কথায়
হারায় ততোই মানে,
ভালোবাসি তোমায় তাই জানাই গানে,
ভালোবাসি তোমায় তাই জানাই গানে।

কেন এমন যে মনে হয়
কথা শুধুই কথা আর নয়,
কেন এমন যে মনে হয়
কথা শুধুই কথা আর নয়,
যেন উজাড় করে চায় দিতে আজ
যা কিছু প্রাণে,
ভালবাসি তোমায় তাই জানাই গানে।

জানাতে যতো যাই কথায়
হারায় ততই মানে,
ভালোবাসি তোমায় তাই জানাই গানে।

কিছুতে হয় না বলা আর
শত কথায় ও যা বলার,
কিছুতে হয় না বলা আর
শত কথায় ও যা বলার,
বুঝি জানাতে চাই সব যারে মোর
আপনি সে জানে,
ভালবাসি তোমায় তাই জানাই গানে।

জানাতে যতো যাই কথায়
হারায় ততোই মানে
ভালোবাসি তোমায় তাই জানাই গানে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *