Bhalobashi ki Bolte Hoy (ভালোবাসি কি বলতে হয়) LYRICS – IMRAN MAHMUDUL
Song: Bhalobashi Ki Bolte Hoy
Singer: Imran Mahmudul
Lyric: Robiul Islam Jibon
Music: Imran Mahmudul
Label: Gaanchill Music
Release Date: Nov 24,2018 (Gp Music)
BHALOBASHI KI BOLTE HOY LYRICS:
মনে মনে শুধু তোকে
পেতে চাই,
ক্ষণে ক্ষণে তোরই কাছে
যেতে চাই।
তোরই আলোতে হাসি,
তোরই ছায়াতে ভাসি,
ভাবনাতে ধরে রাখি,
কিছু তো মিথ্যে নয়।
‘ ভালোবাসি ‘ এই কথা কি বলতে হয়?
‘ ভালোবাসি ‘ এই কথা কি বলতে হয়?
‘ ভালোবাসি ‘ এই কথা কি বলতে হয়?
তোকে জেনেছি,
তোকে মেনেছি,
ভুলে গেছি বাকি সব।
তোকে জেনেছি, তোকে মেনেছি,
ভুলে গেছি বাকি সব।
বুকের কিনারে, হৃদয় মিনারে
তুই যে সকল অনুভব।
দিনের সূচনায়,
রাতের জোছনায়,
করি যে তোরই অনুনয়।
‘ ভালোবাসি ‘
এই কথা কি বলতে হয়?
‘ ভালোবাসি ‘
এই কথা কি বলতে হয়?
‘ ভালোবাসি ‘
এই কথা কি বলতে হয়?
তোকে বুঝেছি,
তোকে খুঁজেছি,
হয়ে গেছি দুটি ভাগ। – [২ বার]
মেঘের চাদরে,
রোদের আদরে,
তুই যে অবুঝ অনুরাগ।
দিনের সূচনায়,
রাতের জোছনায়,
করি যে তোরই অনুনয়।
‘ ভালোবাসি ‘
এই কথা কি বলতে হয়?
‘ ভালোবাসি ‘
এই কথা কি বলতে হয়?
‘ ভালোবাসি ‘
এই কথা কি বলতে হয়?