BHALOBASHAR MOTO BHALOBASHLE (ভালোবাসার মতো ভালোবাসলে) LYRICS
Track Name : Bhalobashar Moto Bhalobashle
Artist : Sarowar Shuvo
Lyrics : Sarowar Shuvo
Composition :Ankur Mahmud
Label : Eagle Music
ভালোবাসার মতো ভালোবাসলে Lyrics-
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ক্ষনিকের ভুলে, বিরহ নামলে,
ক্ষনিকের ভুলে, বিরহ নামলে,
মন থেকে তারে কি গো মোছা যায় ?
তাহারে কি গো ভোলা যায়?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসা জাতি মানে না,
কভু হাঁসি কভু কান্না।
ভালোবাসা জাতি মানে না,
কভু হাঁসি কভু কান্না।
দু’চোখে জলে ভরে,
কত ব্যাথা সহ্য করে,
দু’চোখে জলে ভরে,
কত ব্যাথা সহ্য করে,
মন তবু চেয়ে থাকে তার আশায়।
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসা ঈশ্বরের দান,
বুকে ধরে করো সম্মান।
ভালোবাসা ঈশ্বরের দান,
বুকে ধরে করো সম্মান।
সারা সারা রাত ধরে,
নেয় প্রেম ঘুম কেড়ে।
সারা সারা রাত ধরে,
নেয় প্রেম ঘুম কেড়ে,
বদনাম বঞ্চনা আসে গায়,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ক্ষনিকের ভুলে, বিরহ নামলে,
ক্ষনিকের ভুলে, বিরহ নামলে,
মন থেকে তারে কি গো মোছা যায়?
তাহারে কি গো ভোলা যায়?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
ভালোবাসার মতো ভালোবাসলে,
তাহারে কি গো ভোলা যায় ?
তাহারে কি গো ভোলা যায় … !