Bhalobasha Eki Nesha Lyrics (ভালোবাসা একি নেশা) Hridoy

Bhalobasha Eki Nesha Lyrics (ভালোবাসা একি নেশা) Hridoy
Bhalobasha Eki Nesha Full Lyrics Song (ভালোবাসা একি নেশা) HridoySong: Bhalobasha Eki Nesha
Vocal, Music & Tune: Hridoy Khan
Lyrics: Susmita Biswas Sathi
Production: HK Production

Bhalobasha Eki Nesha Lyrics :

ভালোবাসা একি নেশা,
কতবার ফিরে আসা দরজায়
কড়া নাড়ি বারবার।

কত পথ পেরিয়ে এসে, ফেলেছি ভালোবেসে
কাছে এসো আমার।

ভালোবাসা একি নেশা,
কতবার ফিরে আসা দরজায়
কড়া নাড়ি বারবার।

এলো চুলে আঁধার তোমারি, ফাগুনের ঘ্রান
মুঠো ভরে কাছে আমারি জোয়ার এ প্রাণ।
অভিমানী তোমার হাসিতে কি আছে যাদু
ঘুরে ফিরে তোমার মনেতে ফিরেছি তবু।

কত পথ পেরিয়ে এসে, ফেলেছি ভালোবেসে
কাছে এসো আমার।

ভালোবাসা একি নেশা,
কতবার ফিরে আসা দরজায়
কড়া নাড়ি বারবার।

চোখে চেয়ে কাজল পরিয়ে, আগুন হবো
ছুঁয়ে দিলেই তোমাকে নিয়ে শীতল রবো।
আমরা দুজন আঁধার ঘরেতে ঠিকানা বিহীন
পায়ের নুপুর ভেজা অতলে এ প্রেমের দিন।

কত পথ পেরিয়ে এসে, ফেলেছি ভালোবেসে
কাছে এসো আমার।

ভালোবাসা একি নেশা,
কতবার ফিরে আসা দরজায়
কড়া নাড়ি বারবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *