Bhalobasa Jaak (ভালোবাসা যাক) Lyrics Arijit Singh -Cockpit (2017)
সিনেমার নাম – ককপিট ২০১৭
গায়ক/গায়িকা – অরিজিৎ সিং ও সোমলতা
সংগীত পরিচালক – কমলেশ্বর মুখার্জী
গানের কথা – প্রসেন
প্রযোজনা – দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স প্রাইভেট লিমিটেড
ব্যানার – জী মিউজিক বাংলা
ভালোবাসা যাক Lyrics-
খেলা-টা দু-চোখের
খেলা-টা পুরোনো
কিছু-টা ছোঁয়া ছুঁই
ছুটে যেতে যেতে যেতে পড়ে যাবে ধরা
খেলা-টা আকাশের
খেলা -টা মেঘেদের
কিছু টা বৃষ্টির মতোই
ভিজে যেতে যেতে যেতে ভালোবাসে যারা
খোঁজে রাত খুঁজে মন সারাদিন
কত আর বোঝাবো নিজেকে…
চলো বসা যাক
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না
চলো ভাষা যাক
ভালোবাসা যাক
যেন আর কাউকে চিনি না
কাউকে চিনি না ও…
কাউকে চিনি না ও…না…ও…
তোমাকে যত টা বেসেছি ভালো
পেয়েছি তারও বেশি ভয়
তোমাকে দিয়েছি যা ছিল আমার
তোমাকে দিয়েছি সময়
তুমি শেষ কথা আমার
তুমি শুরুর রাত ও ভোর
আমি মরুভূমি আর তুমি মরুদ্যান
চলো বসা যাক
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না
চলো ভাসা যাক
ভালোবাসা যাক
যেন আর কাউকে চিনি না ও…
কাউকে চিনি না…
কাউকে চিনি না…
নিজের স্রোতে আমি ভেসে গেছি
আমাকে কে আর পায়
নিজেকে যেন পেয়ে বসে গেছি
তোমার হাতের রেখায়
অজুহাত খুঁজে মন সারাদিন
কত আর বোঝাবো নিজেকে…
চলো বসা যাক
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না
চলো ভাসা যাক
ভালোবাসা যাক
যেন আর কাউকে চিনি না
কাউকে চিনি না…
কাউকে চিনি না…