BHALO THEKO (ভালো থেকো) Full LYRICS – MIFTAH ZAMAN – BHALO THEKO TUMIO
BHALO THEKO (ভালো থেকো) Full LYRICS - MIFTAH ZAMAN - BHALO THEKO TUMIOSong: Bhalo Theko
Singer: Miftah Zaman
Lyric: Tushar Hasan
Music: Miftah Zaman
Drama: Bhalo Theko Tumio
Label: Soundtek
Release Date: Feb 18, 2019

BHALO THEKO Full SONG LYRICS:

ভীষন আধারে ঘুম আসেনা তোমার,
বেলকনির আলো জ্বেলে রেখো।
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা,
একটু খেয়াল করে দেখো।

জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার,
মাথার পাশে জল রেখো।
পারবোনা ছুঁতে শুধু স্বপ্নে এসে,
বলবো তুমি ভালো থেকো।

তোমার কপালের যত কালো টিপ,
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে।
ধুলো পড়া উপহার সে ‘গীতবিতান’,
যতন করে মুছে রেখো তুলে। – [২-বার]

ছেড়োনা গানের চর্চা তুমি,
পিয়ানোটা ভালো করে শেখো।
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।

কেউ না জানুক, শুধু আমিতো জানি,
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে।
চশমাটা মনে করে সাথেই রেখো,
সাবধানে থেকো রাস্তা পেরোতে।
মুছোনা চোঁখের কাঁজল তুমি,
চুলগুলো বেণী করে রেখো।

মেঁহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়,
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো।
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।

ভীষন আধারে ঘুম আসেনা তোমার,
বেলকনির আলো জ্বেলে রেখো।
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা,
একটু খেয়াল করে দেখো।

পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলবো তুমি ভালো থেকো।