Bhalo Thakar Thikanay Lyrics – Tanjib Sarowar (ভালো থাকার ঠিকানায়)

Bhalo Thakar Thikanay Lyrics – Tanjib Sarowar (ভালো থাকার ঠিকানায়)
Bhalo Thakar Thikanay Lyrics
Song: Valo Thakar Thikanay
Drama: Chayachobi
Singer: Tanjib Sarowar
Tune & Music: Sajid Sarkar
Lyrics: Shomeshwar Oli
Direction: Mizanur Rahman Aryan
DOP: Kamrul Islam Shubho
Label: Soundtek

Bhalo Thakar Thikanay Lyrics:

হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।।

এতোদিনে ভুলে যাওয়ার কথা
মনে রাখার মতো ঘটেনি কিছু,
স্মৃতির সাথে হয়েছে সমঝতা
যাচ্ছি আমি তারই পিছু পিছু।

কিছু মানুষ ভাবে, কোথায় তারা যাবে
তাদের মনে দুঃখ কানায় কানায়।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।

হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে,
আমি এমনটাই ভেবে ছিলাম
ভুলতে পারিনি তোমার নাম।

তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়,
ভুলে গেছো হয়তো আমায়
ছোটো খাটো বাহানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *