Behula Lyrics (বেহুলা) Shunno Band Song

Behula Lyrics (বেহুলা) Shunno Band Song
Behula Lyrics (বেহুলা) Shunno Band Song
Song: Behula
Tune & Composition: Shunno
Vocal: Emil
Bass: Michael
Drums: Labib
Guitar: Ishmam
Lyrics: Tanvir Chowdhury
Produced by: Shaker Raza

Behula Song Lyrics:

ভাগ্য আমায় ছোবল মা‌রে
র‌ক্তে বি‌ষের জ্বালা,
তু‌মি আমার আঁধার রা‌তে
একশ তারার মালা।
‌তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধ‌রে,
ভা‌লোবাসার গান শোনা‌বে
প্রা‌চিন কোনো সু‌রে।

ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।

ছাইড়া গেল স্বজন সুজন
তু‌মি তবু পা‌শে,
তোমার মতন এমন ক‌রে
আর কে ভা‌লোবা‌সে।
‌তোমার কায়া বড় মায়া
ব‌টের ছায়া চো‌খে,
আগ‌লে রা‌খো বন্ধু আমায়
এই দু‌নিয়া থে‌কে।

ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।

কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো
বা‌সি কতখা‌নি,
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো
বা‌সি কতখা‌নি।

ও‌ বেহুলা ..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।

Play on YouTube

You may also like –

Pora Chokhe Lyrics – JalShaGhar – Apurba

Keno Bhule Jai Lyrics – Apurba, Mamo – Adityer Mounota

Ichchey Puron Lyrics (ইচ্ছে পূরণ) – Shawon Gaanwala

Kheyalipona Lyrics (খেয়ালীপনা) – Apurba, Mehazabien

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *