Bayna Lyrics (বায়না) Imran – Bristy
Song: Bayna
Singer: Imran & Bristy
Lyrics: Faisal Rabbikin
Tune & Music: Rezwan Sheikh
Direction: Soumitra Ghose Emon
DOP: Kawsar Ahmed
Production Manager: Sujon
Label: Soundtek
Bayna Lyrics :
কেমন করে ভালো থাকি
না থাকলে তুমি,
কত কথা আজও বাকি
বলবো যে আমি।
তুমি ছাড়া মন পুড়ে যায়
এই রাত বড়ো অসহায়,
জেনে শুনে তবুও মন
তোমাকেই শুধু চায়।
ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।
আগুনে পুড়ে পুড়ে জেনেছি
প্রেমেরই আসল মানে,
তবুও যেন পড়ে রয়েছি
তোমারই ভিষণ টানে।
যতই ভাবি ভুলে যাবো
তবুও মনে পড়ে,
তোমায় রাখি সারাটিক্ষন
আমার অন্তর জুড়ে।
ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।
ভালোবেসে উজাড় হয়েছি
তবুও সাড়া কোনো মেলেনি,
পাহাড়-সম ব্যথা সয়েছি
আশা তবু আজও ছাড়িনি।
যতই ভাবি ভুলে যাবো
তবুও মনে পড়ে,
তোমায় রাখি সারাটিক্ষন
আমার অন্তর জুড়ে।
ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।