BARABARI (বাড়াবাড়ি) FULL LYRICS – MINAR RAHMAN
Song: Barabari
Music Director: Sajid Sarkar
Lyrics: Asif Iqbal
Singer: Minar Rahman
Release Date: Mar 31, 2018
BARABARI FULL Song LYRICS in BANGLA:
আমার ভেতরে আছো তুমি,
আর তোমার ভেতরে আমি.
চলোনা দুজন কিছু না ভেবে,
অজানার পথে নামি। – [ ২ বার ]
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি…
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি,
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি !
দু:খের ভেতরে তুমি সুখী,
আর সুখের ভেতরে দু:খী!
দুচোখ বুজে চলোনা এবার,
নিয়ে ফেলি ঝুঁকি।
দু:খের ভেতরে তুমি সুখী,
আর সুখের ভেতরে দু:খী!
চোখ দুটো বুজে চলোনা এবার,
নিয়ে ফেলি ঝুঁকি।
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি।
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি,
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি।
কেনো মানবো বল এ শাসন ?
কেনো মানবো বারণ ? অকারণ!
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন, দুজনার এখন!
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি!
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি!
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি।
ও আমার স্পর্শে থাকো তুমি,
তোমার স্পর্শে আমি
ও আমার স্পর্শে থাকো তুমি,
তোমার স্পর্শে আমি।
কাছাকাছি থাকার চেয়ে
আর কি আছে দামি?
কাছাকাছি থাকার চেয়ে
আর কি আছে দামি?
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি।
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি।
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি।