Aye Dekhe Jaa Lyrics (আয় দেখে যা) Arijit Singh

Aye Dekhe Jaa Lyrics (আয় দেখে যা) Arijit Singh
Aye Dekhe Jaa Lyrics Song (আয় দেখে যা) Arijit SinghSong: Shune Ne
Movie: Love Aaj Kal Porshu
Singer: Arijit Singh
Music: Arindom
Lyrics: Prasen
Direction: Pratim D Gupta
Cinematographer: Subhankar Bhar
Presenters: Shrikant Mohta & Mahendra Soni
Producer: SVF Entertainment

Aye Dekhe Jaa Lyrics :

আজকের সাদা গুলো কালো কাল
কালকের কালো গুলো পরশু ছাই,
আজকের ভালো গুলো সব উধাও
কালকের দিনগুলোয় ফিরতে চাই।

ধাঁধার মত জটিল জীবন
বোঝাতে কি চায়,
সাপের মতো প্রশ্ন হাজার
ঘিরে ঘিরে ধরছে আমায়..
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু’ডানা
আয় দেখে যা, দেওয়ালে থেকে গেছে পিঠ।

বিপদের নামতা পড়ে মাথায় চড়ে রাগ
দু’হাতে কালসিটে আর মাথায় কালো দাগ,
এখন আর ফিরবো না রে তুফান হলে হোক
সময়ের দুর্বিপাকে লালচে হলো চোখ।

ভাবছি বসে কোন সে দোষে
কোথায় হলো ভুল,
কাঁদতে মানা যতই জীবন
গুনে গুনে নিক না মাশুল।
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু’ডানা
আয় দেখে যা, দেয়ালে থেকে গেছে পিঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *