Apon Mone Hoy Lyrics (আপন মনে হয়) – Imran Mahmudul
Song: Apon Mone hoy
Drama Name: Shongkot
Singer: Imran Mahmudul
Lyric & Tune: Snahashish Ghosh
Music: Ayon Chaklader
Script & Screenplay: Snahashish Ghosh
Direction: Aalok Hasan
Cinematography: Bikash Saha.
Edit: Khurshid Alam
Label: Laser Vision
Apon Mone Hoy Lyrics :
খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়,
যদি দূরে, থাকো সরে
বুকের ভেতর কেমন কেমন জানি হয়।
তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়ো না এ দু’হাত কখনও তুমি,
খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়।
হয়নি বলা কখনো
তুমি কতটা প্রিয়,
হো.. চোখটা দেখে, মনটা ছুঁয়ে
তুমিতো বুঝে নিও।
তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়োনা এ দু’হাত কখনও তুমি,
খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়।
কতকিছু ভাবে মন
ভয়ে থাকি সারাক্ষণ,
ও.. যদি তোমায় আমি হারাই
বাঁচবো কি নিয়ে তখন ?
তুমি ছাড়া আমি নিঃস্ব একদমই
ছেড়োনা এ দু’হাত কখনও তুমি,
খুব বেশি নয়, এই পরিচয়
তবুও তোমায় অনেক আপন মনে হয়।