Anmona Mon Lyrics (আনমনা মন) – Habib Wahid
Song Name: Anmona Mon (আনমনা মন)
Vocal, Music and Tune: Habib Wahid
Lyrics: Mamun Mujibe
Online Partner: Qinetic Network
Edit and Color: Tajul Islam
Anmona Mon Lyrics:
আনমনা মন তোমার
আমার অন্তর চুরি করে,
ভালোবাসার অন্তরালে
শুধু কষ্ট অকারনে।
আমার অন্তরের অন্তপুরে লুকোচুরি করো
সেই সাথে ছলনার অভিশাপে নিজেকে মারো (x2)
কঠিন, তোমার অন্তরখানি
আনমনে চলে,
যার দ্বারে ইশারায় পাগল করে। (x2)
আবেগী অন্তর, মায়াজালে,
ভালোবাসার, কষ্টের অন্তরালে
আমাকে অনেক স্বপ্ন দেখায়।
আনমনা মন তোমার
আমার অন্তর চুরি করে,
ভালোবাসার অন্তরালে
শুধু কষ্ট অকারনে।
আমার অন্তরের অন্তপুরে লুকোচুরি করো
সেই সাথে ছলনার অভিশাপে নিজেকে মারো।
কঠিন, তোমার অন্তরখানি
আনমনে চলে,
যার দ্বারে ইশারায় পাগল করে। (x2)
আবেগী অন্তর, মায়াজালে,
ভালোবাসার, কষ্টের অন্তরালে
আমাকে অনেক স্বপ্ন দেখায়।
আনমনা মন লিরিক্স SONG:
Aanmona mon tomar amar ontor churi kore
Valobashar ontorale sudhu kosto okarone
Amar ontorer ontopure lukochuri koro
Sei sathe cholonar abhishap nijeke maro
Kotin tomar antorkhani aanmone chole
Jar dware isharay pagol kore
Abegi ontor mayajale
Bhalobashar koster ontorale
Amake onek shopno dekhay