Ami Urbona Lyrics (আমি উড়বোনা) Minar – Impossible Love
Song: Ami Urbona
Drama: Impossible Love
Vocal, Lyrics & Tune: Minar Rahman
Music: Emon Chowdhury
Script: Abdullah Mahfuz Ovi
Director: Mahmud Niaz Chandrodip
DOP: Arman Hossain
Edit & Color: Boni Chowdhury
Label: Central Music and Video [CMV]
Ami Urbona Lyrics :
তোমাকে আমার যত স্বপ্নের কথা
আবার বলবো,
নিজেকে তোমার মাঝে হারিয়ে
আবার আঁকবো,
আমি নীরবে তোমায় দেখবো
শুধু তোমাতেই আবার হারাবো, বিস্ময়ে।
আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না
আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।
ভুলেছি, সব মান অভিমান আমার
তোমার গল্পে,
লিখেছি, কত গান কবিতা আবার
তোমার স্বপ্নে।
আমি নীরবে তোমায় দেখবো
শুধু তোমাতেই আবার হারাবো, বিস্ময়ে।
আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না
আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।
যতদূর আমি হেঁটেছি একা
দেখেছি তোমার ছায়া,
তুমিও যেন পাশেই ছিলে
ভেবোনা আমায় দিশেহারা..
আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না
আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।