AMI TUMI AR AMRA LYRICS (আমি তুমি আর আমরা) – MINAR
Song: Ami Tumi Ar Amra
Vocal: Minar Rahman
Lyrics: Minar Rahman
Tune: Minar Rahman
Music Arrangement: Shaker Raza
AMI TUMI AR AMI BY MINAR LYRICS IN BANGLA:
ভালো লাগে এলোমেলো দুপুরের কোলাহল ,
ভালোবাসি বিকেলের রোদ .
ভালো লাগে মেঘেদের গুন গুন গান ,
ভালোবাসি উদাসী হাওয়া . – [২-বার]
উড়ে যাই ডানা মেলে ,
বিশাল ঐ আকাশে .
ভেসে যাই রঙে রঙে ,
রঙিন ঐ ক্যানভাসে .
আমি তুমি আর আমরা মিলে চলো ,
মেতে উঠি উৎসবে .
নীরব এই শহর ,
রাঙিয়ে দেয় চলো ,
লাল নীল কলরবে . – [২-বার]
ভালো লাগে হাসিমাখা ,
মানুষের মুখ,
ভালোবাসি জোৎস্না বিলাস ,
ভালো লাগে সময়ের স্মৃতি মাখা সুর,
ভালোবাসি বৃষ্টি বিলাস . – [২-বার]
উড়ে যাই ডানা মেলে ,
বিশাল ঐ আকাশে .
ভেসে যাই রঙে রঙে ,
রঙিন ঐ ক্যানভাসে .
আমি তুমি আর আমরা মিলে চলো ,
মেতে উঠি উৎসবে .
নীরব এই শহর ,
রাঙিয়ে দেয় চলো ,
লাল নীল কলরবে . (২-বার)
You may also like –
Dugga Elo Lyrics (দুগ্গা এলো) Akriti Kakar – Debanjali Puja Song 2020
Elo Maa Dugga Thakur Lyrics (এলো মা দুগ্গা ঠাকুর) Sonu Nigam – Monali – Jeet Gannguli
Bhalo Thakar Thikanay Lyrics – Tanjib Sarowar (ভালো থাকার ঠিকানায়)
Odrissho Porojibi Lyrics (অদৃশ্য পরজীবি) – Tahsan
Anekta Beshi Priyo Lyrics (অনেকটা বেশী প্রিয়) – Sporshe Tumi