Ami Tomake Harate Chaini Lyrics (আমি তোমাকে হারাতে চাইনি) – Mahtim Shakib

Ami Tomake Harate Chaini Lyrics (আমি তোমাকে হারাতে চাইনি) – Mahtim Shakib
Ami Tomake Harate Chaini Lyrics (আমি তোমাকে হারাতে চাইনি) - Mahtim ShakibSong: Ami Tomake Harate Chaini
Vocal & Tune: Mahtim Shakib
Lyrics: Robiul Islam Jibon
Music: Linkon & Shohag
Director: Mir Shariful Karim Sarbon
Label: Cd Choice

Ami Tomake Harate Chaini Lyrics :

আমার দুঃখ আসে
তোমার চলে যাওয়া পথ ধরে,
আমার অশ্রু ভাসে
তোমার মুছে যাওয়া অক্ষরে।

বুকের বাতাসে, মনের দু’পাশে
আজও স্বপ্ন ওড়ে তোমার নামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে।

বেনামি হাজার ব্যথা
ঘিরে থাকে রোজ,
সুনামি বইছে মনে
নেই তবু তোমার কোনো খোঁজ।

বুকের বাতাসে, মনের দু’পাশে
আজও স্বপ্ন ওড়ে তোমার নামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে ..

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *