Ami To Amoni Lyrics (আমি তো এমনই) – Minar Rahman

Ami To Amoni Lyrics (আমি তো এমনই) – Minar Rahman
Ami To Amoni Lyrics (আমি তো এমনই) - Minar Rahman
Song: Ami To Amoni
Vocal & Tune: Minar Rahman
Lyrics: Snahashish Ghosh
Music Composer: Rezwan Sheikh
Screenplay & Direction: Mahmud Mahin
Cinematographer: Mostak Morshed
Edit: Mahmud Mahin
Factory: Trend up Films Production
Label: Sangeeta

Ami To Amoni Song Lyrics:

কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন, আঁকা,
হয় যদিও ভুল শতেক
ভালোবাসি তবু, অনেক।

আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।

মায়ার জালে বাঁধা পড়ায়
নিয়েছো যে আমায়, মেনে,
আমার চেয়ে বেশি তোমায়
আর কে যে বলো, চেনে।

আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।

এখন থেকে আর হবে না
এই খামখেয়ালীপনা,
না, না, এটা কথার কথা না
নয় নতুন কোন বাহানা।

ও.. কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।

আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *