AMI SUDHU KHUJECHI AMAY LYRICS (আমি শুধু শুধু খুঁজেছি আমায়) – PRITAM DAS
Song: Ami Sudhu Cheyechi Amay
Singer: Pritam Das
Lyrics: Saswata Ray
Tune: Soumyabrata Sarkar and Arundhuti Adhikari
Music: Taalpatar Shepai (Pritam & Suman)
Label: Faruque Arafat (Pvt. Release)
AMI SUDHU KHUJECHI AMAY Lyrics (আমি শুধু শুধু খুঁজেছি আমায়) BANGLA:
কখনো ভোর, কখনো মাঝরাতে,
হাইওয়ে থেকে এক চিল ছাতে।
কখনো ভোর, কখনো মাঝরাতে,
হাইওয়ে থেকে এক চিল ছাতে।
প্রতি পাতা থেকে চেনা মলাটে,
আমি শুধু শুধু খুঁজেছি আমায়।
রাত জাগা কতো
কতো যে সকাল।
ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল। – [২ বার]
অভাবে নাকি স্বভাবে মাতাল,
আমি যে বড় বুঝেছি আমায়,
আমি যে বড় বুঝেছি আমায়।
লাগছে বড় তোমাকে ভালো,
সব রঙিন নাকি মনটা রাঙালো।
সূর্যের সাথে রোজ জ্বালো আলো,
ঘুচে যাক যত আঁধার কালো। – [২ বার]
এই গানটা কি তোমায় ভাবাবে ?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
এই গানটা কি তোমায় ভাবাবে ?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
আমি বলি যদি পারো
তুমিও খোঁজো তোমায়,
তুমিও খোঁজো তোমায়,
তুমিও খোঁজো তোমায়,
তুমিও খোঁজো তোমায়।
You may also like –
BARABARI LYRICS (বাড়াবাড়ি) – MINAR RAHMAN
TUMI JANO NA LYRICS (তুমি জানো না) – X GIRLFRIEND
Bolo Na Radhika Lyrics (বোলোনা রাধিকা) Shah Jahan Regency – Monali Thakur
Koto Koto Mon Lyrics (কত কত মন) Finally Bhalobasha – Madhubanti Bagchi
EKOI POTHE CHOLNA RE LYRICS (একই পথে চলনারে) – IMRAN MAHMUDUL