Ami Amar Moto (আমি আমার মত) Lyrics – Pritom Hasan – Pizza Bhai
Song Name: Ami Amar Moto (আমি আমার মত)
Vocal, Tune & Music: Pritom Hasan
Lyricist: Pritom & Rahul
Video Direction: Nuhash Humayun
Label: Gaanchill Music
Ami Amar Moto Lyrics In Bangla –
তুমি তোমার মত ..
আমি আমার মত ..
সরে গেছি দুজনে আজ বহুদূরে।
তুমি তোমার মতো,
আমি আমার মতো,
রাখোনি মনেতে আমায় কোন ভুলেও।
আমিতো ডাকবো না,
তোমারই নাম, কোন সুরে,
আমার এ গানে,
দূরে থেকেই, সুখে থাকো,
শুধু প্রতি রাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
কথা হবে না আর,
দেখা হবে না আর,
হবে না আর ভালোবেসে
মান অভিমান।
কাঁদবো না তো আর,
হাঁসবো না আর,
নীরবে হারিয়ে গেছে সে পিছু টান।
আমিতো বলবো না,
আমার ব্যথা,
কোন সুরে তোমারই গানে,
দূরে থেকেই, সুখে থাকো,
শুধু প্রতি রাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
Ami Amar Moto Lyrics In English-
Tumi tomar moto, Ami amar moto
Sore gechi dujone aaj bohudure
Tumi jochona hoye shudhu aalo chorabe
Ami se alo chuye ghumiye jabo raate