Amaro Porano Jaha Chay Lyrics (আমার পরান যাহা চায়) Rabindra Sangeet

Amaro Porano Jaha Chay Lyrics (আমার পরান যাহা চায়) Rabindra Sangeet
Amaro Porano Jaha Chay Lyrics (আমার পরান যাহা চায়) Rabindra SangeetSong Name: Amaro Porano Jaha Chay (আমার পরান যাহা চায়)
Lyricist: Rabindranath Tagore

Amaro Porano Jaha Chay Lyrics :

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও (x2)
আমি তোমারে পেয়েছি হৃদয়-মাঝে
আর কিছু নাহি চাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি,
দীর্ঘ বরস-মাস (x2)

যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো (x2)
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমারও পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *