Amar Jonne Tui Prithibi Lyrics – Bini Sutor Tan
Amar Jonne Tui Prithibi Lyrics From Bini Sutor Tan: Presenting ‘ Amar Jonye Tui Prithibi ‘ Bengali Song Lyrics from the telefilm ‘ Bini Shutor Taan ‘ featuring Apurba, Ayyash & Mamo in the lead role & Directed By Shihab Shaheen.This song is sung By Ishan & Lyrics planned By Asif Iqbal.While the music was composed By Amit & Ishan.
Amar Jonne Tui Prithibi Lyrics In Bangla-
আকাশের ঐ হাজার তাঁরা
গুনে দিশেহারা।
চেনে সবাই একটি তাঁরা
নাম ধ্রুবতারা। – [ ২ বার ]
আমার পরান, আমার ধ্রুব,
আছিস হৃদয়জুড়ে।
আমার কাছে থাকিস রে তুই
যাস না ছেড়ে দূরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আজ যে তোর নির্ভরতা
আমার এই আঙুলে,
আমার এ হাত তোর মুঠোতে,
জানি কাল নিবি তুলে।
তোর অবুঝ প্রশ্নগুলো,
মনের ভেতর ঘোরে।
তোর মন খারাপে,
আমার ভেতর যায় রে ভেঙেচুরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
নিষ্পাপ তোর চাহনিতে,
এতো মায়া কেন কে জানে !
ভুবনকারা তোর ঐ হাসি,
আমার বাঁচার মানে।
আমার পরান, আমার ধ্রুব,
আছিস হৃদয়জুড়ে।
আমার কাছে থাকিস রে তুই
যাস না ছেড়ে দূরে।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।
আমার জন্যে তুই পৃথিবী,
তোর জন্যে আমিই তো সবই।