Amar Garbo Sudhu Ei Lyrics (আমার গর্ব শুধু এই) Asha Bhosle

Amar Garbo Sudhu Ei Lyrics (আমার গর্ব শুধু এই) Asha Bhosle
Amar Garbo Sudhu Ei Full Lyrics Song (আমার গর্ব শুধু এই) Asha BhosleMovie: Apon Por (1992)
Singer: Asha Bhosle
Music Director: Bappi Lahiri
Lyricist: Pulak Bandopadhyay
Director: Tapan Saha
Music Label: Angel Digital

Amar Garbo Sudhu Ei Lyrics :

আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন, আমি
হাসতে পারি তেমন
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে
বলি চলি সহজেই
কিছু চেয়েই আমি অনেক পেয়েছি
দুটি হাত বাড়িয়েই।

আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন
আমি হাসতে পারি তেমন।

যেমন চাঁদের আলো,
উত্তাপ নেই কিছু যার,
অথচ আলোয় তার,
সারা ভুবন একাকার (x2)

আমি সেই ভাবে আমার এ হিসাবে
পূর্ণ যে আমাতেই
সব সাধ আশা সব ভালোবাসা
পেয়ে গেছি এখানেই।

আমার গরব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি
হাসতে পারি তেমন।

কেমন কে বাসে ভালো,
চোখের জলে বোঝা যায়
আনন্দে সে জল পড়ে,
ঝরে পরে বেদনায় (x2)

সব পারি দিতে এই সুখ দিতে
পারবোনা কিছুতেই
হেরে গিয়ে আমি জিতে গেছি যেন
দুঃখের সুখেতেই।

আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি
হাসতে পারি তেমন।

সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে
বলি চলি সহজেই
কিছু চেয়ে আমি অনেক পেয়েছি
দুটি হাত বাড়িয়েই।
আ আ.. ও ও.. আ আ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *