Akhon Lyrics (এখন) – Minar Rahman

Akhon Lyrics (এখন) – Minar Rahman – Minar Rahman
Akhon Lyrics (এখন) - Minar RahmanSong Name : Akhon
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman
Label : Gaanchill Music

AKHON BY MINAR RAHMAN Lyrics Bangla:

এখন আমার ভালো থাকা ,
আমার উপর নেই… ।
এখন আমার আমি বাঁচে ,
ঘিরে তোমাকেই । – [ ২ বার ]

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় ।

এখন আমার ভালো থাকা ,
আমার উপর নেই… ।
এখন আমার আমি বাঁচে ,
ঘিরে তোমাকেই ।

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় ।

হঠাৎ করেই এলে তুমি ,
আমার মনের পৃথিবীতে ,
আমায় ভাসিয়ে দিলে ,
অবুঝ কবি সারিতে ।

আমি লিখে যাই , লিখে গাই ,
গল্প কবিতার গান ।
তুমি হয়েছো, রয়েছো ,
সব কিছুরই প্রান ।

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় ।

এখন আমার ভালো থাকা ,
আমার উপর নেই… ।
এখন আমার আমি বাঁচে ,
ঘিরে তোমাকেই ।

আমি পুড়ে যাই , মরে যাই ,
তোমার হাসির শূন্যতায় ।
আমি ভেসে যাই , হেসে যাই ,
তোমার স্বপ্নের পূর্ণতায় । – [ ২ বার ]

You may also like –

Jawl Phoring 2 Lyrics (জল ফড়িং ২) Anupam Roy [Prem Tame]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *