AKASHEO ALPO NEEL LYRICS (আকাশেও অল্প নীল)
Movie: Kabir
Music: Indraadip Das Gupta
Singer: Arijit Singh
Lyrics: Srijato
Director: Aniket Chattopadhyay
Star Cast: Dev And Rukmini Maitra
Produced By: Dev Entertainment Ventures Pvt. Ltd
Akasheo Alpo Neel Lyrics:
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রংমিছিল ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যে-ফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছিমিছি মন কেমন
ছিলে না যখন
ভালোবাসা দিন কতটা রঙিন
তা বুঝেছি তখন
সারাদিন ঠিকানাহীন
ঘুরে ফিরি কে বেদুঈন
লুকিয়ে ডানার ক্ষত
তুমি নেই তা ভাবলেই
ব্যথা এসে দাড়াবেই
উঁচু মিনারের মতো
শুকনো পাতা কাঁপতো একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে (x2)
কেমন ছিলাম বুঝি এখন
কেমন ছিলাম বুঝি এখন
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রংমিছিল ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যে ফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছিমিছি মন কেমন
ছিলে না যখন
ভালোবাসা দিন কতটা রঙিন
তা বুঝেছি তখন