AJANAI LYRICS (অজানায়) – TANVEER EVAN

AJANAI LYRICS (অজানায়) – TANVEER EVAN
AJANAI LYRICS (অজানায়) - TANVEER EVANTrack Name: Ojanai
Singer: Tanveer Evan
Lyrics: Tanveer Evan
Composition: Piran Khan
Label: Piran Khan (Pvt. Release)

AJANAI LYRICS –

আমার অজানায় হলো কি,
তোমাকে তা কখনো
বুঝতে দেবো না।

দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না।
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না।

তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না। – [ ২ বার ]

আগেও তো ভালো বাসতে তুমি,
আগেও তো কাছে ডাকতে তুমি।
তবে আজ কেনো দূরত্বটা সব চেয়ে কাছের,
ভালোবেসে কি ভুল করেছি আমি ?

তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না। – [ ২ বার ]

May you also Like –

Oviman Lyrics (অভিমান) – Tanveer Evan [Best Friend 3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *