Age Janle Prem Kortam Na Lyrics (আগে জানলে প্রেম করতাম না) – Baul Sukumar
Song: Age Janle Prem Kortam Na
Singer: Baul Sukumar
Music: Tanzil Hasan
Lyrics & Tune: Ehsan Rahi
Story & Directed by : Eagle Team
DoP: Rajon Romm
Edit: Imratul Islam
Produced by: Kachi Ahmed
Label: Eagle Music
Age Janle Prem Kortam Na Lyrics :
আশায় আশায় বুক বাঁধি,
আশায় আশায় বুক বাধি
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কতো ব্যথা তুমি বুঝলা না।
ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না আমি
আগে জানলে প্রেম করতাম না।
তোর রূপের গুনে কোনো কিছু বিচার করি নাই
এই মন পিঞ্জরে তুই ছাড়া অন্য কেহ নাই।
দেখাইতে পারিতাম যদি এই বুকটারে তোরে
কত যত্নে রাখছি আমি মনের মীনারে।
ও বন্ধু রে,
প্রেমের জ্বালা এতো জ্বালা
আগে জানলে প্রেমে পড়তাম না আমি
আগে জানলে প্রেমে পরতাম না।
জানতাম যদি যাবি ছাইড়া
স্বপ্ন দেখতাম না,
তোরে নিয়া ঘর বাঁধিবার
আশায় রইতাম না।
লোকে এখন পাগল বলে
আমায় দেখিয়া, আমি
অন্তর জ্বালায় পুইড়া মরি
দেখো আসিয়া।
বন্ধু রে,
সব হারাইয়া উজাড় হইলাম
আগে জানলে ভালোবাসতাম না আমি
আগে জানলে ভালোবাসতাম না।
আশায় আশায় বুক বাঁধি,
আশায় আশায় বুক বাধি
বন্ধু তুমি ফিরা আইলা না।
দিনে দিনে জমা হইলো,
দিনে দিনে জমা হইলো
কতো ব্যথা তুমি বুঝলা না।
ও বন্ধু রে,
প্রেমের বিচার এমনি বিচার
আগে জানলে প্রেম করতাম না আমি
আগে জানলে প্রেম করতাম না।