ADHO RAAT (আধো রাত) LYRICS – MAHTIM SHAKIB
ADHO RAAT (আধো রাত) LYRICS - MAHTIM SHAKIBTrack Name : ADHO RAAT (আধো রাত)
Artist : Sarowar Shuvo
Lyrics : Sarowar Shuvo
Composition :Ankur Mahmud
Label : Eagle Music
ADHO RAAT Lyrics-
আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয়ও..
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও..
আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়।

হেথা জোসনা আলোরও কণিকা,
যেনো সে তোমার প্রেমেরও মনিকা। – [ ২ বার ]

কলঙ্ক শাখে জড়ায়ে রয়েছে..
প্রেমের কলঙ্ক শাখে জড়ায়ে রয়েছে,
আঁখি ভরে নীড়ও প্রিয় ও ও…

চাঁদ হয়ে রবো আকাশেরও গায়,
বাতায়ন খুলে দিও।
আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়… ।

ভুলি নাই প্রিয় , ভুলি নাই,
খুলি নাই রাঙ্গা রাখি।
মুছি নাই প্রেমো চন্দনও লেখা,
দিয়েছো যা ললাটে আঁকি।
ভুলি নাই প্রিয় ভুলি নাই… ।

চৈত্র দিনের অলসও বেলায়,
যদি গান খানি মোর, মনে পড়ে হায়।
চৈত্র দিনের অলসও বেলায়,
যদি গান খানি মোর মনে পড়ে হায়।

ঝড়ানো পাতায় মর মর গানে,
ঝড়ানো পাতায় মর মর গানে,
সেই সুরভিত শুনিয়ো।

চাঁদ হয়ে রবো আকাশেরও গায়,
বাতায়ন খুলে দিও।
আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়… ।