Abar Jokhon Lyrics Song (আবার যখন) Minar Rahman – Tahsan

Abar Jokhon Lyrics Song (আবার যখন) Minar Rahman – Tahsan
Abar Jokhon Lyrics Song (আবার যখন) Minar Rahman - TahsanSong Name: Abar Jokhon
Singer: Minar Rahman
Lyric: Minar
Tune & Music: Tahsan Khan
Label: Agniveena

Abar Jokhon Song Lyrics :

আবার যখন আকাশ হয়ে
বৃষ্টির জলে আটকে পড়ে
তোমায় দেখবো,
তখন তুমি ফিরিয়ে দিও না।

আবার যখন অন্তরালে
একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো,
তখন তুমি অভিমান করো না।

আবার যখন জোছনা রাতে
শিশির ভেজা ঘাসের মাঝে
থাকবো বসে একা,
তখন তুমি প্রশ্ন করো না।

আবার যখন পথহারা পথে
অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি,
তখন তুমি পিছু ডাক দিও না।

যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না নানা নানা না।

যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে,
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না নানা নানা না।

যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না।

যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে,
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না, তখনও,
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি।

আবার যখন লিরিক্স – মিনার রহমান :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *