Aaye Na Kache Re Lyrics (আয় না কাছে রে) Baazi – Jeet and Mimi
Aaye Na Kache Re Song Details:
Song: Aaye Na Kache Re
Movie Name: Baazi
Singer: Nakash Aziz
Music Director: Jeet Gannguli
Lyrics: Pratik Kundu
Director: Anshuman Pratyush
DOP: Ramyadip Saha
Jeetz Filmworks Present
Produced By: Jeet, Gopal Madnani & Amit Jumrani
Label: Grassroot Entertainment
Aaye Na Kache Re Song Lyrics:
মনটা শুধু তোর পিছু পিছু যায়
আজকে তোকে খুব কাছাকাছি চায়,
চোখের নজরে নেশা নেশা হায়
মিষ্টি এ লুক করে পাগল আমায়।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
বল কেন দূরে দূরে
এমন আদরে রাখবেনা রে কেউ,
মন বায়না ধরেছে
বলে দে বাড়িতে বানাবো তোকে বউ।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
যেই এলি চুপিসারে
সুখের শহরে মনটা থেকে যায় যায় হায়,
প্লিজ যাস না হারিয়ে
তোকেই জড়িয়ে কাটছে রে সময়।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো,
হ্যাঁ আয় না কাছে রে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
You may also like –
Hazar Bochor Lyrics (হাজার বছর) Tritio Adhyay – Abir, Paoli Dam
SAIYAAN RE LYRICS (সাঁইয়া রে) Jeet – Koushani – Baccha Shoshur
Eibar Bujhechhi Shohoje Lyrics (এইবার বুঝেছি সহজে) – Madhumita Chatterjee
Megheri Khame Lyrics (মেঘেরই খামে) by Imran Mahmudul
Hashtag Lyrics (হ্যাশট্যাগ) – Shaon Gaanwala – Paanch Phoron