Aaj Jyotsna Raate Lyrics (আজ জ্যোৎস্না রাতে) – Rabindra Sangeet
Song: Aaj Jyotsna Raate (আজ জ্যোৎস্না রাতে)
Lyricist: Rabindranath Tagore
Parjaay: Puja
Taal: Teyora
Raag: Behag
Aaj Jyotsna Raate Lyrics:
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।
যাবো না, যাব না যে, যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো, যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে।
এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে,
যাব না এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে। (x2)
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
Aaj Jyotsna Raatey Sobai Geche Bone Lyrics:
Aaj Jyotsna Raate Shobai Geche Bone
Aaj Bosonter Ei Maatal Somirone
Jabo Na, Jabo Na Go Jabo Na Je
Roinu Pore Ghorer Majhe
Ei Niralay Robo Aapon Kone
Amare Je Jaagte Hobe
Ki Jaani Se Ashbe Kobe
Jodi Amay Pore Taahar Mone
Amar E Ghor Bohu Jaton Kore
Dhute Hobe Muchhte Hobe More
Basanter Ei Matal Samirane
Aaj Jyosna Raate Sobai Geche Bone