Bojhena Se Bojhena Lyrics বোঝেনা সে বোঝেনা – Serial Title Lyrics
সিরিয়ালের নাম – বোঝেনা সে বোঝেনা
পরিচালক – স্নেহাশীষ জানা ও আবির মজুমদার
সুরকার – অরিজিৎ সিংহ ও মাধুরা ভট্টাচার্য
গায়ক/গায়িকা – অরিজিৎ সিংহ ও মাধুরা ভট্টাচার্য
গানের কথা – স্নেহাশীষ চক্রবর্তী
Bojhena Se Bojhena Lyrics –
কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে
কখনো বেরঙীন যেথা কাঁদে এ বুকে
ঘিরে ধরে কত
দিশাহারা মেঘ সারা ঘরে
নীরবতা রেখে ..শোর যায় দিন অবসরে
কাঁচ ভাঙা ঢেউ এসে
বিষ ঢেলে নিঃশ্বাসে
কেড়ে নিয়ে যায় সঞ্চয়
কখন চেনা ভিড়ে একা লাগে নিজেকে
কখনো বেরঙীন যেথা কাঁদে এ বুকে
যা কে ভাবি পাশে সে -ও দেখি পর অকারণে
বেপরোয়া হাওয়া দাগ রেখে যায় অভিমানে
ধুপ ছায়া চুপ কথা বেমানান শুন্যতা
যেন মুখোশের অভিনয় ..
এলো -মেলো ঝরে ,মন ভেঙে পড়ে
হারিয়ে যায় পরিচয় ..